৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত-মিয়ানমার সীমান্ত

ভারত ও মিয়ানমার সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। বুধবার (৫ মার্চ) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, বুধবার মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা এই ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছে।
সংস্থাটি বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬ এবং ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।
এই ভূমিকম্প বাংলাদেশের সিলেটেও অনুভূত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ

শিক্ষার্থীদের ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন ১৩০ জনেরবিস্তারিত…

ভারত : ওয়াক্ফ আইন নিয়ে অন্তর্বর্তী নির্দেশিকার পথে সুপ্রিম কোর্ট
বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অন্তবর্তী নির্দেশিকার পথে আছেন ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতিবিস্তারিত…