রাতে বাইরে নিজেকে নিরাপদ মনে করি না: রুনা খান

মডেল ও অভিনেত্রী রুনা খান কাজ করেছেন নাটক, ওয়েব ফিল্ম ও সিনেমায়। তার বাইরে তিনি একজন সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর। সমাজের আর পাঁচটা নারীর মতো তিনিও যুদ্ধ করে টিকে আছেন।

বর্তমানে দেশ এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন খবর আসছে নারী নিপীড়ন, ধর্ষণ ও সহিংসতার। সমাজের প্রতিটি মানুষই নিরাপত্তা নিয়ে শঙ্কিত। দেশের আর পাঁচটা মানুষের মতো রুনা খানও আতঙ্কিত বর্তমান পরিস্থিতিতে।

এই বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দেশে নারীদের প্রতি সহিংস আচরণ করা হয়। সেটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবেই। নারীদের প্রতি এই আচরণ খুব ভয়াবহ ব্যাপার।’

নিজের নিরাপত্তা নিয়েও কথা বলেন রুনা খান। তিনি বলেন, ‘সত্যি কথা বললে, কখনোই খুব বেশি নিরাপদ বোধ করি না।’

এ প্রসঙ্গে নিজের পূর্বের একটা কথা তুলে ধরে বলেন, ‘একটু রাত হলে বাইরে বের হওয়ার জন্য একজন পুরুষের সঙ্গে অন্য কাওকে লাগে না, কিন্তু একজন নারীর বাইরে বেরোতে হলে সঙ্গে কাওকে না কাওকে প্রয়োজন। অন্য নারীরা নিরাপদ বোধ করেন কি না জানি না, অন্তত আমি আমি নিজে নিরাপদ বোধ করি না।’

তিনি যোগ করেন, ‘আমার মনে হয় প্রতিটি নারীর স্বনির্ভর হওয়া উচিত। অর্থনৈতিকভাবে কারও ওপর নির্ভর করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, নারীর অধিকার আদায়ের জন্য শুধু স্বনির্ভর হলেই হয় না। আপনি যখন রাস্তায় বের হবেন, তখন আপনি কতটা নিরাপদ, সেটাও গুরুত্বপূর্ণ।’

সবশেষে পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘শুধু নারীদের সচেতন হয়ে লাভ নেই, সমাজের পুরষদেরও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, নারীদের প্রতি সম্মান দেখাতে হবে। তাহলে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত হবে’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সুস্মিতা কেন অবিবাহিত জানা গেল কারণ
  • আবার আবাবিল পাখি প্রয়োজন: ওমর সানী
  • অবশেষে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার
  • ৩ দিন শেষে বক্স অফিসে কত আয় করল সালমানের ‘সিকান্দার’
  • মারা গেছেন ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার
  • ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা
  • হুইল চেয়ারে মোশাররফ করিম, কী হয়েছে অভিনেতার?
  • নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন হৃতিক
  • Copy link
    URL has been copied successfully!