দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ: তারেক রহমান

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। গুলশান শুটিং ক্লাবে রাজনীতিবিদ ও নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে এনডিএম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এই মুহূর্তে যদি আমরা পত্রিকা খুলি, টেলিভিশনের পর্দায় কী দেখি? আমরা দেখি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কী পরিমাণ দুঃখ-কষ্টে আছে এদেশের অধিকাংশ মানুষ। আমরা কেনো রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কীভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডেল করব, কীভাবে ডিল করব। আমি কীভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখব। এটিকে যদি রাখতে হয় তাহলে কীভাবে আমরা বাজার ব্যবস্থা সাজাব, এটিকে ঠিক করতে হবে কীভাবে আমরা উৎপাদন বাড়াব।”
সমালোচনা করতে গিয়ে রাজনীতিবিদরা যেন জনগণের দাবি থেকে সরে না আসে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এমনটা ঘটলে দেশের সব সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে।
বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, ‘বিএনপি তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে এই সব বিষয়গুলো অবশ্যই আমাদের জাতির সামনে অ্যাড্রেস করা উচিত। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থাসহ বিভিন্ন ব্যবস্থা যেমন আলোচনা করা উচিত। তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত কীভাবে মানুষের সমস্যা সমাধান কোন দল কীভাবে করবে।’
তারেক রহমান বলেন, ‘‘২০ কোটি জনসংখ্যার এই দেশে মানুষের একটি প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা। আমরা রাজনৈতিক দলগুলো কীভাবে আমাদের দেশের মানুষের নুন্যতম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব সে বিষয়গুলো কেন তুলে ধরছি না? সেটি কি সংস্কার নয়? আমি যে বাজার ব্যবস্থা ও উৎপাদন ব্যবস্থার কথা বলেছি সেটি কি সংস্কার নয়?”
এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও অংশ নেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক এবং পেশাজীবীরা।
সম্পর্কিত সংবাদ

ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ আওয়ামী লীগ আমলে গুম, খুনের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারেরবিস্তারিত…

শেখ মুজিব চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক : জামায়াত সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ মুজিবুর রহমান কখনো চায়নিবিস্তারিত…