যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবে রূপ নিচ্ছে : দেব

স্বপ্ন বাস্তবায়িত হলে সবার ভালো লাগে। এক্ষেত্রে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেবও সেক্ষেত্রে ব্যতিক্রম নন। দীর্ঘ চার বছরের অপেক্ষার পর ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু হয়েছে আর এর মাধ্যমে অভিনেতার স্বপ্ন বান্তবায়িত হলো।

এই সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে আবেগাপ্লুত হয়ে যান। দেব শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির কথা উল্লেখ করে ইনস্টাগ্রাম পোস্টের শুরুতেই লেখেন, ‘২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবে রূপ নিচ্ছে। দুই শক্তিশালী স্তম্ভ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি (এসভিএফ) ছাড়া এই কাজ সম্ভব হত না।’

‘আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটি পয়সাও মূল্যবান। তবু তারা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন। আমি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই ছবি নিয়ে আমরা যখন সবাই শুধু অন্ধকারই দেখেছি, তিনি একমাত্র আশাবাদী ছিলেন এই ছবি আলোর মুখ দেখবেই।’

দেব আরও লেখেন, ‘যারা ৬ মাস ধরে ছবি বাস্তবায়িত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের সবচেয়ে বড় বাংলা ছবির জন্য প্রস্তুত থাকুন। আজ থেকে ছবির শুটিং শুরু। আমাদের জন্য প্রার্থনা করুন।’

‘রঘু ডাকাত’-এ অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে খলচরিত্রে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে।

অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। চরিত্র ফুটিয়ে তুলতে ইতোমধ্যে ঘোড়া চালানোও শিখছেন দেব। নিয়মিত অনুশীলনের ভিডিও, ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সুস্মিতা কেন অবিবাহিত জানা গেল কারণ
  • আবার আবাবিল পাখি প্রয়োজন: ওমর সানী
  • অবশেষে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার
  • ৩ দিন শেষে বক্স অফিসে কত আয় করল সালমানের ‘সিকান্দার’
  • মারা গেছেন ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার
  • ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা
  • হুইল চেয়ারে মোশাররফ করিম, কী হয়েছে অভিনেতার?
  • নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন হৃতিক
  • Copy link
    URL has been copied successfully!