ঢাবি থেকে ছাত্রলীগের সাদ্দাম ও ইনান বহিষ্কার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার হওয়া ১২৮ জনের তালিকায় তাদের নাম রয়েছে।

সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান দুজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। মাজহারুল কবির শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়লে পরে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের এক পর্যায়ে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সহিংসতার ঘটনায় ৮ অক্টোবর আইন অনুষদের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণের নেতৃত্বে এই সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানায়।

সোমবার সিন্ডিকেট সভায় এই তালিকা তোলা হয়। সত্যানুন্ধান কমিটির তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয় এবং রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখানো হয়েছে। এছাড়া তালিকায় ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতাদের নামও আছে। বহিরাগতও আছে কয়েকজন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শিক্ষকদের এমপিওভুক্তির দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার
  • ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন
  • সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত
  • ২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ
  • ঢাবি থেকে ৭ কলেজের অধিভুক্তি বাতিল
  • বদলে যাচ্ছে ইউজিসির নাম
  • শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ২৯ শিক্ষার্থী বহিষ্কার
  • Copy link
    URL has been copied successfully!