আজ ঘরে ঘরে খুশির ঈদ

পবিত্র মাহে রমজান শেষে এলো খুশির ঈদ। আজ সোমবার (৩১ মার্চ) সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। এরইমধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে। ঈদ খুশি নিয়েই হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্য।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সোমবার (৩১ মার্চ) থেকে ঈদুল ফিতর।

এদিন, মুসলমানরা নতুন জামাকাপড় পরিধান করে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। বড়রা ছোটদের উপহার ও সেলামির টাকা দেন, যা ঈদের আনন্দের প্রকাশ। এ উপলক্ষে ঘরোয়া রান্নায় বিশেষ খাবারের আয়োজন করা হয়, এবং অনেকেই একে অপরের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা জানান।

এবারের ঈদকে আরও আনন্দমুখর করতে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে মুঘল আমলের মতো আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া, অন্তর্বর্তী সরকার দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে ঈদুল ফিতরের নামাজের পর বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে, যার মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন ও সুদান।

ঈদের তারিখ প্রতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে, যা সাধারণত ২৯ বা ৩০ দিনের চান্দ্র মাসে নির্ধারিত হয়। এই বছর ২৯টি রোজা শেষে ঈদ উদযাপিত হচ্ছে, যা মুসলিমদের জন্য অন্যতম বড় ধর্মীয় উৎসব

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
  • এ দেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে: ধর্ম উপদেষ্টা
  • স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • মহান স্বাধীনতা দিবস আজ
  • ভয়াল ২৫ মার্চ আজ, গণহত্যা দিবস
  • সেনাবাহিনী আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান
  • ঊর্ধ্বতন ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
  • Copy link
    URL has been copied successfully!