পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুর মৃত্যু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আতশবাজি ফুটানোর সময় বিস্ফোরণের আঘাতে রাফি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ মার্চ) রাতে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি পটুয়াখালী পৌরসভার মুন্সেফপাড়া এলাকার বাসিন্দা মো. মনির হোসেনের ছেলে এবং চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদের আনন্দে কয়েকজন বন্ধুর সঙ্গে আতশবাজি ফুটানোর সময় হঠাৎ একটি আতশবাজি বিস্ফোরিত হয়ে রাফির শ্বাসনালীতে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাফির পরিবার ও প্রতিবেশীরা শোক প্রকাশ করে আতশবাজির অনিরাপদ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতার আহ্বান জানিয়েছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি, যেন এমন দুর্ঘটনা পুনরায় না ঘটে।”
সম্পর্কিত সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে ফের দুর্ঘটনা, নিহত ৭
চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।বিস্তারিত…

সাতক্ষীরা জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্নবিস্তারিত…