মারা গেছেন ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার

মারা গেলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর। মঙ্গলবার দিবাগত রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুর খবর নিশ্চিত করছেন ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমা। গণমাধ্যমকে কিলমার কন্যা জানিয়েছেন, ‘তার বাবার কণ্ঠনালি ক্যানসারে আক্রান্ত হলেও পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে সেরে ওঠেন। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে (০১ এপ্রিল) রাতে মারা যান।’
১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন কিলমা । ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোন’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ -এর মতো ছবিতে অভিনয় ভক্তদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরেভার’সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পান।
কিলমারের সবচেয়ে স্মরণীয় সিনেমার একটি ১৯৯১ সালে অলিভার স্টোনের ‘দ্য ডোরস’। এ ছবিতে মরিসনের চরিত্রে অভিনয় করা কিলমার তার অডিশনের আগে মরিসনের সব গানের কথা মুখস্থ করেছিলেন। প্রায় এক বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন।
অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয়ের বাইরে চলে যান। বিরতি ভেঙে ২০২১ সালের টম ক্রুজের সঙ্গে বিশ্বব্যাপী হিট ‘টপ গান’-এ অভিনয় তাকে বড় তারকা বানিয়ে দেয়। তবে কণ্ঠনালির ক্যানসারের জন্য কথা বলতে পারতেন না। একই বছর তার জীবনের ওপর একটি তথ্যচিত্র, ‘ভাল’ প্রকাশিত হয়েছিল। তার ছেলে অভিনেতার কণ্ঠ দিয়েছেন।
১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে।
সম্পর্কিত সংবাদ

৩ দিন শেষে বক্স অফিসে কত আয় করল সালমানের ‘সিকান্দার’
গত রোববার (৩০ মার্চ) ঈদের আগের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছে সালমান খানের নতুন সিনেমাবিস্তারিত…

ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা
এবারের ঈদে শাকিব খানের দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘বরবাদ’ আগে থেকেই আলোচনায়বিস্তারিত…