মারা গেছেন ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার

মারা গেলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর। মঙ্গলবার দিবাগত রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করছেন ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমা। গণমাধ্যমকে কিলমার কন্যা জানিয়েছেন, ‘তার বাবার কণ্ঠনালি ক্যানসারে আক্রান্ত হলেও পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে সেরে ওঠেন। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে (০১ এপ্রিল) রাতে মারা যান।’

১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন কিলমা । ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোন’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ -এর মতো ছবিতে অভিনয় ভক্তদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরেভার’সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পান।

কিলমারের সবচেয়ে স্মরণীয় সিনেমার একটি ১৯৯১ সালে অলিভার স্টোনের ‘দ্য ডোরস’। এ ছবিতে মরিসনের চরিত্রে অভিনয় করা কিলমার তার অডিশনের আগে মরিসনের সব গানের কথা মুখস্থ করেছিলেন। প্রায় এক বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন।

অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয়ের বাইরে চলে যান। বিরতি ভেঙে ২০২১ সালের টম ক্রুজের সঙ্গে বিশ্বব্যাপী হিট ‘টপ গান’-এ অভিনয় তাকে বড় তারকা বানিয়ে দেয়। তবে কণ্ঠনালির ক্যানসারের জন্য কথা বলতে পারতেন না। একই বছর তার জীবনের ওপর একটি তথ্যচিত্র, ‘ভাল’ প্রকাশিত হয়েছিল। তার ছেলে অভিনেতার কণ্ঠ দিয়েছেন।

১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হুইল চেয়ারে মোশাররফ করিম, কী হয়েছে অভিনেতার?
  • নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন হৃতিক
  • ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগ মোহনলালের বিরুদ্ধে
  • এবার ইউটিউব চ্যানেল খুললেন আমির খান
  • ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ গানের পেছনের গল্প
  • আমার ছেলে আমার উত্তরাধিকারী নয় : অমিতাভ বচ্চন
  • ঈদে ফায়ার ফাইটার হয়ে আসছেন ইরফান সাজ্জাদ
  • Copy link
    URL has been copied successfully!