এপ্রিল মাসে বাজারে আসছে এসব মডেলের স্মার্টফোন

চলতি এপ্রিল মাসে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। একই কোম্পানি লঞ্চ করছে একের বেশি ফোন। একই দিনেও একটার বেশি ফোন লঞ্চের কথা রয়েছে। দেখে নিন তালিকা।

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো সিরিজের ফোন। লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৮০এক্স ফোন। এটি একটি ৫জি মডেল হতে চলেছে।

আগামী ৯ এপ্রিল রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। এই ফোনে থাকতে চলেছে ৬০০০ এমএএইচের ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ২ দিন পর্যন্ত চালু থাকবে ফোন।

রিয়েলমি নারজো সিরিজের আরও একটি ফোন ৯ এপ্রিলই ভারতে লঞ্চ হতে চলেছে। এটিও একটি ৫জি ফোন হতে চলেছে।

৯ এপ্রিল ভারতে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনও লঞ্চ হতে চলেছে। এই ফোনেও থাকতে চলেছে ৬০০০ এমএএইচের একটি ব্যাটারি।

ভারতে আসছে ভিভো ‘ভি’ সিরিজের নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হবে ভিভো ভি৫০ই ফোন। আগামী ১০ এপ্রিল ভারতে এই ফোন লঞ্চ হতে চলেছে।

ভিভো ভি৫০ই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর থাকতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে এই ফোন দিয়ে পানির নিচেও ছবি, ভিডিও শ্যুট করা যাবে একদম সাবলীল ভাবে।

ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানিও ভারতে ফোন লঞ্চ করতে চলেছে। ১১ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড১০ ফোন। এটিও ৫জি মডেল হতে চলেছে।

আইকিউওও কোম্পানির এই ফোনে থাকতে চলেছে ৭৩০০ এমএএইচের ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।

আইকিউওও সংস্থার ‘জেড’ সিরিজের আরও একটি ফোন ১১ এপ্রিলই ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, লঞ্চ হবে আইকিউওও জেড১০এক্স মডেল।

আইকিউওও জেড১০এক্স ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। এই ফোনের দাম ভারতে ১৫ হাজার রুপির কমে শুরু হবে বলেই শোনা গিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এই ফোনের ক্যামেরা দিয়ে ঝকঝকে সেলফি তোলা যাবে
  • ইউটিউবে নতুন ফিচার, পছন্দের ভিডিও খুঁজে পাওয়া সহজ হলো
  • হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বড় পরিবর্তন আসছে
  • ঈদ উপলক্ষে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রতারণা বেড়েছে
  • উইন্ডোজের এই ফিচার বন্ধ হচ্ছে অচিরেই
  • রিমোট র‍্যানসমওয়্যার হামলা বেড়েছে: সফোস
  • ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ
  • Copy link
    URL has been copied successfully!