এসএসসির ফল প্রকাশ কতদিনে, জানালেন শিক্ষা উপদেষ্টা

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল পরীক্ষার ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘রেওয়াজ অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’
এ সময় তিনি প্রশ্নফাঁসের বিষয়ে সাফ জানিয়ে দেন—এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তার ভাষায়, ‘যেসব উৎস থেকে অতীতে প্রশ্নফাঁস হতো, সেগুলো চিহ্নিত করে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এবারের পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
এদিকে, সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে ২ হাজার ২৯১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
চলতি বছরে মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে।
পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত রাখতে ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুজব বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা নির্ভয়ে, নিরাপদ পরিবেশে পরীক্ষা দিক। তাই যে কোনো ধরনের গুজব কিংবা অসত্য তথ্য থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানাই।’
পরীক্ষা ও ফলাফলের বিষয়ে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘এসএসসি একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। তাই আমরা চাই ফল প্রকাশেও স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় থাকুক।’
সম্পর্কিত সংবাদ

৪৪-৪৭তম বিসিএসের ফলাফল ও পরীক্ষার তারিখ প্রকাশ
শিক্ষার্থীদের বিভ্রান্তি দূর করতে (৪৪-৪৭তম) বিসিএসের নিয়োগ প্রক্রিয়ার ফলাফল, পরীক্ষার তারিখ ও নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশবিস্তারিত…

ঢাবি ক্যাম্পাসজুড়ে উড়ছে ফিলিস্তিনের পতাকা
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনেরবিস্তারিত…