ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা

যুক্তরাষ্ট্রের রাজধানীসহ বিভিন্ন শহরের রাস্তায় দেখা গেল হাজার হাজার মানুষের ঢল। চারপাশে শুধু প্ল্যাকার্ড আর স্লোগান, যাদের চোখে-মুখে একটাই ভাষা, প্রতিবাদ। ইতিহাসে এটাই ডোনাল্ড ট্রাম্প আর তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে সবচেয়ে বড় গণজাগরণ।

একদিনে ১২০০টির বেশি জায়গায় হয়েছে বিক্ষোভ। ওয়াশিংটনের মনুমেন্ট ঘিরে ভিড় করেন হাজার হাজার মানুষ। সংগঠকরা জানান, এখানে শুধু একদিনেই জড়ো হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। প্রায় ১৫০টি মানবাধিকার ও সামাজিক সংগঠন একসঙ্গে দাঁড়িয়েছে এই প্রতিবাদের পেছনে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, কানাডা ও মেক্সিকোতেও দেখা গেছে একই রকম বিক্ষোভ। এমনই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিক্ষোভকারীরা বলেন, ট্রাম্পের অভিবাসন নীতি, সরকারি চাকরিচ্যুতি, শুল্ক আরোপ, এমনকি শিক্ষাব্যবস্থার ওপর হস্তক্ষেপ- সবকিছুই তাদের উদ্বিগ্ন করেছে। তাদের মতে, আমেরিকার মূল্যবোধ ও প্রতিষ্ঠানগুলো এখন সরাসরি আক্রমণের মুখে। কেউ এসেছেন ইউক্রেনের পতাকা হাতে, কেউ বা ফিলিস্তিনি কেফিয়াহ পরে। হাতে লেখা প্ল্যাকার্ডে স্পষ্ট বার্তা, ‘ফ্রি প্যালেস্টাইন’।

এ যেন শুধু ট্রাম্পবিরোধী বিক্ষোভ নয়, এক ধরনের বৈশ্বিক প্রতিবাদের মঞ্চ। বিক্ষোভে অংশ নেয়া এক অবসরপ্রাপ্ত কর্মী জানান, ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে ক্ষুব্ধ তিনি। অতিরিক্ত শুল্ক আরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা, কাজ হারাবে অসংখ্য মানুষ। অবসর ভাতা কমে যাবে, অনেকেই ইতোমধ্যে পড়েছেন হাজার হাজার ডলার ক্ষতির মুখে।

এই বিক্ষোভ শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ ছিল না। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস আর লন্ডনের রাস্তায়ও দেখা গেছে শত শত ট্রাম্পবিরোধী মার্কিন নাগরিকের সমাবেশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ
  • সৌদিতে আজ থেকে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ
  • ভারতে ওয়াকফ বিল নিয়ে উত্তাল মুর্শিদাবাদ, নিহত ৩
  • ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি
  • যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া
  • এশীয় ক্রেতাদের জন্য তেলে মূল্যছাড়ের ঘোষণা সৌদির
  • ফিলিস্তিনি সংকটের সমাধান ছাড়া শান্তি অসম্ভব: সিসি
  • Copy link
    URL has been copied successfully!