ইরানে হামলায় ৮ পাকিস্তানি নিহত

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলায় অন্তত ৮ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। রোববার সন্ত্রাসী হামলায় পাকিস্তানি নাগরিকরা নিহত হয়েছেন বলে দেশটিতে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের দক্ষিণপশ্চিমে হামলায় ৮ পাকিস্তানি নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তান সীমান্ত লাগোয়া ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের মেহরেস্তান শহরে ওই পাকিস্তানিরা আক্রান্ত হয়েছিলেন।

তেহরানে নিযুক্ত পাকিস্তানি দূতাবাস ও জাহিদানের কনস্যুলেট বলেছে, পাকিস্তানি নাগরিকদের প্রাণহানির ঘটনায় ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে পাকিস্তান দূতাবাস। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ইতোমধ্যে ইরান কাজ শুরু করেছে। নিহতদের মরদেহ শিগগিরই পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হবে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং কোন পরিস্থিতিতে তারা প্রাণ হারিয়েছেন, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গত বছর তেহরান বলেছিল, পাকিস্তানের ভূখণ্ডে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী জইশ-আল আদির (জেএএ) ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ওই সময় ইসলামাবাদ ইরানি ভূখণ্ডে বেলুচ লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ লিবারেশন আর্মির ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

সশস্ত্র এসব গোষ্ঠী পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ ও ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সক্রিয় রয়েছে। পাকিস্তান-ইরানের উভয় অঞ্চল প্রত্যন্ত, অনুন্নত এবং খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত।

গত বছরও উভয় দেশের নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য পাল্টাপাল্টি হামলায় চালায়। সূত্র: রয়টার্স।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদিতে আজ থেকে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ
  • ভারতে ওয়াকফ বিল নিয়ে উত্তাল মুর্শিদাবাদ, নিহত ৩
  • ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা
  • ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি
  • যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া
  • এশীয় ক্রেতাদের জন্য তেলে মূল্যছাড়ের ঘোষণা সৌদির
  • ফিলিস্তিনি সংকটের সমাধান ছাড়া শান্তি অসম্ভব: সিসি
  • Copy link
    URL has been copied successfully!