জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৪ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের অনুযায়ী ৩ মে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি ২১ দিন পিছিয়ে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে। ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন শেষ হবে ২৫ এপ্রিল রাত ১২টায়।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ২৭ এপ্রিলের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর কত?
ভর্তি পরীক্ষায় উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর ১ ঘণ্টা সময়ের মধ্যে দিতে হবে।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধাতালিকা প্রস্তুত করা হবে। পরবর্তী সময়ে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে।
সম্পর্কিত সংবাদ

৪৪-৪৭তম বিসিএসের ফলাফল ও পরীক্ষার তারিখ প্রকাশ
শিক্ষার্থীদের বিভ্রান্তি দূর করতে (৪৪-৪৭তম) বিসিএসের নিয়োগ প্রক্রিয়ার ফলাফল, পরীক্ষার তারিখ ও নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশবিস্তারিত…

ঢাবি ক্যাম্পাসজুড়ে উড়ছে ফিলিস্তিনের পতাকা
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনেরবিস্তারিত…