পূর্ণিমা ফিরলেন বিচারক হয়ে

অভিনয়ে অনিয়মিত। নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ের খবরে নেই। তার অভিনীত একাধিক চলচ্চিত্রের শুটিং আটকে আছে। ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

তবে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’-এর বিচারক হয়ে পর্দায় ফিরলেন অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনে এর প্রচার শুরু হয়েছে।

কয়েক মাস আগে অনুষ্ঠানটি শুরু হলেও পূর্ণিমা এসেছেন স্টুডিও রাউন্ড থেকে। বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন তিনি।

‘আমরা ভুল করি বলেই হারি’, চট্টগ্রামে অনিক’আমরা ভুল করি বলেই হারি’, চট্টগ্রামে অনিক
পূর্ণিমা বলেন, ‘এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে রান্না অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন উপভোগ করছি। আয়োজনে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন।’

বর্তমানে পূর্ণিমা নিয়মিত অভিনয়ে না থাকলেও শোবিজে তার উপস্থিতি বরাবরই নজরকাড়া। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যায় তাকে। কিছু ওয়েব কনটেন্টে অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিচ্ছেন তিনি।

ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার হয়েছে: বিসিবিফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার হয়েছে: বিসিবি
ব্যক্তিজীবনে বেশ গোছানো পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয়। সেখানে তার অসংখ্য অনুরাগী নিয়মিত ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন তাকে। পূর্ণিমার ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি ছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মনের মাঝে তুমি’। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে তার অভিনয় দারুণ প্রশংসা পায়।

এরপর ২০০৬ সালে এসএ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও তিনি মন কাড়েন দর্শকদের। এই দুই ছবির পর থেকে পূর্ণিমা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ। এ নায়িকা তার ক্যারিয়ারে রিয়াজ, শাকিব খান, মান্নাসহ অনেক নায়কের সঙ্গে অভিনয় করেন। সময় বদলালেও পূর্ণিমার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ একই রয়ে গেছে। সৌন্দর্য, ব্যক্তিত্ব ও প্রতিভার অনন্য মিশেলে তিনি আজও বাংলার দর্শকের মনে একটি স্থায়ী জায়গা দখল করে আছেন।

দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনাও বিস্মিত হবেনদুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনাও বিস্মিত হবেন
এদিকে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর পাওয়া না গেলেও, নির্মাণাধীন রয়েছে তার অভিনীত দুটি সিনেমা। এগুলো হলো নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’।

২০১৮ সালে শুরু হওয়া এসব সিনেমা দীর্ঘদিন ধরে থমকে আছে। আদৌ শেষ হবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। নির্মাতাও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সিনেমা দুটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আরিফিন শুভ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল
  • ‘নিশানের ফাঁসি’ চেয়ে সিনেমা হলে মিছিল
  • ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি শিল্পী নিহত
  • ফের সালমানকে প্রাণনাশের হুমকি
  • সুস্মিতা কেন অবিবাহিত জানা গেল কারণ
  • আবার আবাবিল পাখি প্রয়োজন: ওমর সানী
  • অবশেষে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার
  • Copy link
    URL has been copied successfully!