বিজয় দিবস টেনিস শুরু কাল

বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) ব্যবস্থাপনায় ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। পুরুষ ও নারী বিভাগে একক ও দ্বৈত ইভেন্ট মিলিয়ে সর্বমোট তিন লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।
রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ ও নারী উভয় বিভাগে একক ও দ্বৈত, অনুর্ধ্ব-১৮ ছেলে ও অনুর্ধ্ব-১৮ মেয়ে একক, অনুর্ধ্ব-১৪ ছেলে ও মেয়ে একক ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পূর্বানী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার শুক্রবার (২৭ ডিসেম্বর) আট দিনব্যপী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন। ইতোমধ্যেই ৩০টি ক্লাব ও এসোসিয়েশনের ২১০ জন খেলোয়াড় অংশগ্রহণের জন্য নাম তালিকাভূক্ত করেছে।
প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিটিএফ সহ-সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন), সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন, টুর্নামেন্ট পরিচালক শফিকুল ইসলাম সরকার ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস এ সময় উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ

জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
২৩ জুন থেকে ৫ জুলাই নারী এশিয়ান কাপের বাছাই। মিয়ানমারে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দেশসহ বাহরাইনবিস্তারিত…

বিশ্বকাপের বাছাইয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের
নারী বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষেবিস্তারিত…