১৬ বছর বয়সী অভিনেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মারা গেছে ‘বেবি ড্রাইভার’ খ্যাত অভিনেতা হাডসন জোসেফ মিক। গত ১৯ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার ভেস্তাভিয়া হিলসে চলন্ত গাড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়। এ তরুণ অভিনেতার বয়স হয়েছিল ১৬ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।
জেফারসন কাউন্টি করোনার অফিসের বরাত দিয়ে দ্য পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯ ডিসেম্বর ভেস্তাভিয়া পাহাড়ের ক্যানিয়ন রোডের ১৯০০ ব্লকে চলন্ত গাড়ি থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পান। ১৬ বছরের মৃত ব্যক্তির নাম হাডসন জোসেফ মিক। তার মুখমণ্ডল থেঁতলে গিয়েছিল। তা ছাড়াও শরীরের অন্যান্য জায়গাও জখম পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর মিককে ইউএবি হাসপাতালে নেওয়া হয়। দুই দিনের চেষ্টাতেও মিককে ফেরানো যায়নি। তার আঘাত অত্যন্ত গুরুতর ছিল।
আইন প্রয়োগকারী সূত্র টিমএমজেডকে জানিয়েছে, হাডসনের মৃত্যুতে অপরাধমূলক কোনো কিছু সন্দেহ করছে না। দুর্ঘটনা হিসেবে ঘটনা তদন্ত করছে পুলিশ।
২০১৪ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হাডসন জোসেফ মিক। তখন তার বয়স হয়েছিল ৬ বছর। জোসেফ ছাড়াও ‘দ্য সান্তা কন’ শিরোনামে এ টেলিভিশন মুভিতে অভিনয় করেছিলেন মেলিসা জোয়ান হার্ট ও জালিল হোয়াইট।
২০১৭ সালে অ্যাকশন ঘরানার ‘বেবি ড্রাইভার’ সিনেমায় অভিনয় করেন জোসেফ। এটি পরিচালনা করেন এডগার রাইট। এতে অভিনয় করে নজর কাড়েন এই তরুণ অভিনেতা। তা ছাড়াও জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাকগাইভার’ সিরিজে অভিনয় করেন। জোসেফ অভিনীত অন্যান্য সিরিজগুলো হলো— ‘দ্য স্কুল ডুয়েল’, ‘ফাউন্ড’ প্রভৃতি।
সম্পর্কিত সংবাদ

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি শিল্পী নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে একটি তাবুতে দখলদার ইসরায়েলি বিমানবিস্তারিত…

ফের সালমানকে প্রাণনাশের হুমকি
প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে ছুটছেন সালমান খান। কখনও বাড়িতে ছোড়া হচ্ছে গুলি। আবার কখনও আসছেবিস্তারিত…