জামাতে নামাজ পড়ে সাইকেল পেল শিশু-কিশোররা

একটানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল ও ইসলামি বই পুরস্কার পেয়েছে ৫৬ শিশু-কিশোর। এছাড়া নামাজ পড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বাকি ১৪৭ জন পেয়েছে শিক্ষা উপকরণ ও ইসলামি বই।

শুক্রবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয়। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক প্রধান অতিথি হিসেবে উপহারসামগ্রী বিতরণ করেন।

আয়োজকরা জানান, নামাজ পড়া প্রতিযোগিতায় মোট ২০২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এরমধ্যে ৫৬ জন পরীক্ষায় পাস করে। এ ৫৬ জনকে সাইকেল পুরস্কার দেওয়া হয়। অংশ নেয়া বাকি ১৪৭ জনকে স্কুল ব্যাগ, খাতা, কলম, ক্যালেন্ডার পুরস্কার প্রদান করা হয়। এছাড়া রামনগর ইউনিয়নের ১৬টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে উপহার প্রদান করা হয়।

রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আহছান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল মোতালেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, জামায়াতের মজলিশে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন, সাবেক আমির নুর নবী দুলাল, ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি ঈমাম হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহমদ, ব্যাংকার আনোয়ার উল্লাহ, ব্যবাসায়ী ইসমাইল হোসেন, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু।

রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আহছান উল্লাহ জানান, গ্রামের শিশুরা যেন মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে, আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে; সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে শিশুদের একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতা ঘোষণা করা হয়। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
  • রায়গঞ্জে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে ফের দুর্ঘটনা, নিহত ৭
  • সাতক্ষীরা জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  • পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুর মৃত্যু
  • সাতক্ষীরায় SAWAB এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • Copy link
    URL has been copied successfully!