বিপদের মুখে রাশমিকা, বন্ধ হলো ছবির কাজ

আসছে ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। কিন্তু ছবির শ্যুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন নায়িকা। ফলে বন্ধ রয়েছে ছবির কাজ।

গত বছর জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’ ছবির শ্যুটিং। তারপর কিছু অংশের শ্যুটিং শেষ করেন সালমান ও রাশমিকা। কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন সালমানের নায়িকা। যদিও এ প্রসঙ্গে রাশমিকা জানিয়েছিলেন, সালমান তার যথেষ্ট যত্ন নিয়েছেন সে সময়ে।

এরপর আসে আরেক বাধা! পাঁজরে চোট পান সালমান খান। তা নিয়েই অবশ্য শ্যুটিং চালিয়ে গেছেন নায়ক। এরপর ঘটে সালমানের বাড়িতে গুলিকাণ্ড। এতে বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং।

এতকিছুর পরও একটু একটু করে শ্যুটিংয়ের কাজ শেষ পর্যায়েই চলে এসেছিল। বাকি কাজটুকু সারার মধ্যেই শোনা গেল আরেক দুঃসংবাদ। এবার জিম করার সময় আচমকা চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যুটিং সেটে ফিরতে চান তিনি; ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।

এআর মুরুগাদস পরিচালিত ছবি ‘সিকান্দার’। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্মাতাদের দাবি, অ্যাকশন ঘরানার এই ছবিতে নতুন অবতারে ধরা দেবেন সালমান। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য— বাজেটের ক্ষেত্রে কোনো কমতি রাখবে না বলেও জানিয়েছেন প্রযোজক।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সুস্মিতা কেন অবিবাহিত জানা গেল কারণ
  • আবার আবাবিল পাখি প্রয়োজন: ওমর সানী
  • অবশেষে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার
  • ৩ দিন শেষে বক্স অফিসে কত আয় করল সালমানের ‘সিকান্দার’
  • মারা গেছেন ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার
  • ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা
  • হুইল চেয়ারে মোশাররফ করিম, কী হয়েছে অভিনেতার?
  • নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন হৃতিক
  • Copy link
    URL has been copied successfully!