ইনস্টাগ্রামে ৩ মিনিটের রিলস পোস্ট করা যাবে

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অধীন বিশ্বের জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই অ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। কন্টেন্ট ক্রিয়েটরদের আকৃষ্ট করতে নতুন ফিচার আনল প্রতিষ্ঠানটি। এখন থেকে আর ৯০ সেকেন্ড নয়। পুরো তিন মিনিট ধরে বানানো যাবে রিলস।

ইনস্টাগ্রামে নতুন ফিচার-
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি একটি রিলে এই খবরটি শেয়ার করে বলেন, ‘আমরা ক্রিয়েটরদের কাছ থেকে শুনেছি যে ৯০ সেকেন্ড খুব কম সময়। তাই আমরা আশা করি এই সময়সীমা তিন মিনিট করলে আপনারা যে স্টোরিগুলো শেয়ার করতে চান তা করা আরও সহজ হবে, সাহায্য করবে।’

ব্যবহারকারীদের উৎসাহিত করে মোসেরি আরও বলেন, ‘আপনারা এখন থেকে তিন মিনিট পর্যন্ত দীর্ঘ রিল আপলোড করতে পারবেন। আগে, আমরা কেবল ৯০ সেকেন্ডের অনুমতি দিতাম কারণ আমরা ছোট ভিডিয়োতে বেশি ফোকাস করতাম। কিন্তু আমরা শুনেছি যে যারা দীর্ঘ স্টোরি শেয়ার করতে চান তাঁদের জন্য ৯০ সেকেন্ড খুব ছোট। তাই আমরা আশা করি এই পরিবর্তন সাহায্য করবে।’

নতুন ফিচার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের যেসব সুবিধা দেবে:
দীর্ঘ এই ফরম্যাট রিলনের জন্য আরও অপশন দেবে, যার মধ্যে রয়েছে-
টিউটোরিয়াল আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাবে।
লাইভ শোসহ অনেকক্ষণের মিউজিক্যাল পারফরম্যান্স শেয়ার করা যাবে।
আরও সময় নিয়ে ভ্রমণের ভিডিও বা ভ্লগ করতে পারবেন।

আগের তুলনায় অনেকটা বেশি ক্রিয়েটিভভাবে নিজের কন্টেন্টকে ফুটিয়ে তোলার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, ইনস্টাগ্রাম ধীরে ধীরে তার রিলস ফিচারটি উন্নত করছে, টিকটকের মত কিছু ফিচারও কিছু যোগ করে নিয়েছে। কিন্তু এখনও নিজস্ব স্টাইল বজায় রেখেছে। এই নতুন আপডেটটি রিলসকে ছোট ভিডিও করে দেখানার জন্য আরও বড় প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শাওমি সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আনছে
  • এই ফোনের ক্যামেরা দিয়ে ঝকঝকে সেলফি তোলা যাবে
  • ইউটিউবে নতুন ফিচার, পছন্দের ভিডিও খুঁজে পাওয়া সহজ হলো
  • হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বড় পরিবর্তন আসছে
  • ঈদ উপলক্ষে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রতারণা বেড়েছে
  • উইন্ডোজের এই ফিচার বন্ধ হচ্ছে অচিরেই
  • রিমোট র‍্যানসমওয়্যার হামলা বেড়েছে: সফোস
  • ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ
  • Copy link
    URL has been copied successfully!