স্বর্ণ পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। দুবাই থেকে আটক করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন।

এদিকে রান্যার বাবা ডক্টর কে রামচন্দ্র রাও প্রশাসনের বড়কর্তা। কন্নড় আইপিএস আধিকারিক তিনি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। দাবি করেছেন মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার।

তিনি জানান, মাস চারেক আগে রান্যার বিয়ে হয়েছে। তারপর থেকে মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ নেই। রামচন্দ্র বলেন, “মেয়ে বা তার স্বামী কী ব্যবসা করেন, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। যা ঘটেছে, তা আমাদের বড় ধাক্কা দিয়েছে। আমরা খুবই হতাশ। তবে আইন আইনের পথেই চলবে।”

জানা গেছে, অভিনেত্রীর সঙ্গে ১৪.৮ কেজি স্বর্ণ ছিল। হাতেনাতে ধরা পড়ায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। এরপরই গ্রেফতার দেখানো হয় অভিনেত্রীকে।

আগে থেকেই ডিআরআইয়ের সন্দেহের তালিকায় ছিলেন অভিনেত্রী। এর একমাত্র কারণ ঘন ঘন বিদেশ যাত্রা। গত ১৫ দিনে চারবার দুবাই যাতায়াত করেন তিনি। যার ফলে সন্দেহ আরও দৃঢ় হয়।

বলে রাখা ভালো, কন্নড় সিনেমার জনপ্রিয় মুখ রান্যা। তার একাধিক সিনেমা হয়েছে সমাদৃত।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সুস্মিতা কেন অবিবাহিত জানা গেল কারণ
  • আবার আবাবিল পাখি প্রয়োজন: ওমর সানী
  • অবশেষে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার
  • ৩ দিন শেষে বক্স অফিসে কত আয় করল সালমানের ‘সিকান্দার’
  • মারা গেছেন ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার
  • ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা
  • হুইল চেয়ারে মোশাররফ করিম, কী হয়েছে অভিনেতার?
  • নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন হৃতিক
  • Copy link
    URL has been copied successfully!