বাফুফেকে সুখবর দিল ফিফা

সাত বছর ধরে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ফিফা ফান্ডের অর্থ আসতো বেশ কয়েকটি কিস্তিতে। তবে আজ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

এক বিবৃতিতে বাফুফে জানায়, ‘২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয়, বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা আজ থেকে তুলে নিয়েছে।’

গত অক্টোবরে সভাপতি হওয়ার পর বাফুফের আর্থিক খাতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন তাবিথ আউয়াল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার প্রতিনিধি দল ঢাকায় এসেছিল ফিফা ফান্ডের অডিটের জন্য। তখনই বাফুফে ধারণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে ফিফা। এখন থেকে তাই স্বাভাবিক নিয়মেই ফিফার ফান্ড পাবে বাফুফে।

বাফুফের আর্থিক অসঙ্গতির খবর অবশ্য নতুন কিছু নয়। ফিফার তদন্তের পর জালিয়াতির কারণে তিন বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। একইসঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন বাফুফের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমান। এছাড়া জরিমানা করা হয় বাফুফের তখনকার সিনিয়র সহ-সভাপতি ও অর্থ কমিটির প্রধান আব্দুস সালাম মূর্শেদীকেও।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আইসিসির মার্চের সেরা আইয়ার
  • ধর্ম অবমাননার অভিযোগে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার শাস্তি
  • ২৬ ম্যাচ পর হারের স্বাদ পেল লিভারপুল
  • বিশ্বকাপে তিন দেশের ওপর ফিফার নিষেধাজ্ঞা
  • ম্যান সিটি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন ডি ব্রুইনা
  • জয়ের পর বড় অঙ্কের জরিমানা রাজস্থানের ‘ভারপ্রাপ্ত’ অধিনায়কের
  • অভিষেক ম্যাচেই দ্রুততম ফিফটির রেকর্ড নিউজিল্যান্ড ক্রিকেটারের
  • কারাদণ্ডাদেশ বাতিল, খালাস পেয়েছেন ব্রাজিল তারকা
  • Copy link
    URL has been copied successfully!