দোহা যাবেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় কাতারের দোহায় যাবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উইটকফ ‘ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন জিম্মি-মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা’র চেষ্টা করবেন।
এতে আরো বলা হয়েছে, উইটকফ দোহায় যাওয়ার আগে ইসরায়েল ও হামাসের আলোচকদের পাশাপাশি কাতার ও মিশরের প্রতিনিধিরা সোমবার (১০ মার্চ) দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ইসরায়েলকে হুথির আল্টিমেটাম, স্বাগত জানালো হামাস
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, উইটকফ একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় কয়েক আলোচনার জন্য সব পক্ষকে এক জায়গায় আনতে চেয়েছিলেন।
এছাড়া ট্রাম্পের দূত হামাস কর্মকর্তাদের সঙ্গে নাকি কেবল ইসরায়েলি প্রতিনিধি এবং কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করবেন তা স্পষ্ট নয় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এর আগে গত সপ্তাহে, অ্যাক্সিওস বলেছে, ইসরায়েলি জিম্মিদের নিয়ে ট্রাম্পের দূত অ্যাডাম বোহলার হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছেন।
আরও পড়ুন: পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো ট্রাম্প প্রশাসন
এদিকে, শনিবার (৮ মার্চ) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) ঘোষণা দিয়েছে, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আলোচনা এগিয়ে নিতে সোমবার (১১ মার্চ) দোহায় একটি প্রতিনিধিদল পাঠাবে ইসরায়েল।
সম্পর্কিত সংবাদ

ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৭৪
হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যাবিস্তারিত…

শিক্ষার্থীদের ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন ১৩০ জনেরবিস্তারিত…