দেশীয়ভাবে প্রথম এআই প্ল্যাটফর্ম উন্মোচন ইরানের

প্রথমবারের মতো দেশীয়ভাবে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মের প্রোটোটাইপ উন্মোচন করেছে ইরান। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট হোসেইন আফশিনের অংশগ্রহণে শনিবার তেহরানে এর উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে হোসেইন আফশিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে প্রধান অবকাঠামো হিসেবে একটি জাতীয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা দেশে এই প্রযুক্তির অগ্রগতির জন্য সবচেয়ে মৌলিক এবং অপরিহার্য পদক্ষেপগুলির মধ্যে একটি।

ইরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তির সহযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্ল্যাটফর্মের প্রোটোটাইপ তৈরি করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক এবং বিশেষজ্ঞদের একটি দলের সহায়তায় ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস-প্রেসিডেন্সি এই উদ্যোগকে সহায়তা করে আসছে।

হোসেইন আফশিন জানান, দেশীয় ভাষায় কাজ করার জন্য এবং ইন্টারনেট ব্যাঘাতের পরেও কার্যকর থাকার জন্য ডিজাইন করা এই প্ল্যাটফর্মটি ২০২৬ সালের মার্চের মধ্যে সম্পূর্ণরূপে চালু হবে।

তিনি বলেন, এই প্ল্যাটফর্মটি একটি জীবন্ত সত্তা। এটিকে ক্রমাগত আপডেট করতে হবে।

অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান হামিদরেজা রাবেই বলেন, আমরা কোনো বিদেশি প্ল্যাটফর্ম থেকে কোনো এপিআই (API) নিচ্ছি না। যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তবে প্ল্যাটফর্মের কিছুই হবে না। কারণ আমরা জাতীয় ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত।

প্রায় ১০০ জন গবেষক এবং বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এই প্রকল্পের লক্ষ্য হল আঞ্চলিক সমকক্ষদের তুলনায় ইরানের পিছিয়ে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের সমাধান করা।

প্রসঙ্গত, ইরানের নতুন এআই প্ল্যাটফর্মের একটি গুরুত্বপূর্ণ অংশীদার শরীফ বিশ্ববিদ্যালয় সামরিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে জড়িত থাকার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আইআরজিসির বিমান বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এই বিশ্ববিদ্যালয়টি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং জাপানের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। সূত্র: মেহর নিউজ, ইরান ইন্টারন্যাশনাল ডটকম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ভারত : ওয়াক্ফ আইন নিয়ে অন্তর্বর্তী নির্দেশিকার পথে সুপ্রিম কোর্ট
  • নির্বাচনের তারিখ ঘোষণা করল সিঙ্গাপুর
  • গাজায় গণহত্যা: ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিলো মালদ্বীপ
  • ইরানে হামলায় ৮ পাকিস্তানি নিহত
  • যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ
  • সৌদিতে আজ থেকে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ
  • ভারতে ওয়াকফ বিল নিয়ে উত্তাল মুর্শিদাবাদ, নিহত ৩
  • ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা
  • Copy link
    URL has been copied successfully!