আর্জেন্টিনাকে রুখে দিতে প্রস্তুত ব্রাজিল: আরানা

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয়ের দেখা পেয়েছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী বুধবার (২৬ মার্চ) মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুই দলের চিন্তার ভাজ তারকা ক্রিকেটারকে পাচ্ছেন না। তবে তা নিয়ে ভাবছেন না সেলেসাও তারকা ডিফেন্ডার গিয়ের্মে আরানা। তার ভাষ্যে, আর্জেন্টিনাকে রুখে দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন।
আগামী ২৬ মার্চ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর তার আগেই মাঠে গড়াবে উরুগুয়ের সাথে বলিভিয়ার ম্যাচটি। আর এ ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আলবিসেলেস্তাদের ভাগ্য। এ ম্যাচে বলিভিয়া হারলে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হবে। আর মাঠে নেমে ড্র করলেও টিকিট নিশ্চিত করবে তারা। অপরদিকে চ্যালেঞ্জর সামনে ভারত।
মাঠের লড়াইয়ের আগে আরানা বলেন, ‘এটা অনেক বড় এক দ্বৈরথ। দুই দলেই যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় আছে। আমাদের ফল দরকার, আমরা সেখানে গিয়ে খেলব, রক্ষণে ভালো করে, ভালো ফুটবল খেলে জয় নিয়ে ফিরতে চাই।’
তারকা ফুটবলাররা চোটে না থাকলেও, দলের অন্যদের চাপ সামলানোর বিশ্বাস রয়েছে বলে মনে করেন সেলেসাও ডিফেন্ডার গিয়ের্মে আরানা। ‘এটা অন্যরকম এক আবহ থাকবে। আমাদের বিশ্বাস আমাদের অভিজ্ঞ খেলোয়াড়রা এমন পরিস্থিতির মধ্য দিয়ে আগেই গিয়েছে।’
আর্জেন্টিকাকে হুংকার দিয়ে আরানা বলেন, ‘আমরা জানি আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলছে, তবে আমাদেরও মানসম্পন্ন পেশাদার খেলোয়াড় আছে। ওদের ফুটেজ দেখেছি, তাদের যে মান তাদের সামলাতে খুব মনযোগী হতে হবে। আর্জেন্টিনার আক্রমণভাগকে অকার্যকর করতে আমাদের সেরাটা দিতে হবে।’
সম্পর্কিত সংবাদ

জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
২৩ জুন থেকে ৫ জুলাই নারী এশিয়ান কাপের বাছাই। মিয়ানমারে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দেশসহ বাহরাইনবিস্তারিত…

বিশ্বকাপের বাছাইয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের
নারী বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষেবিস্তারিত…