কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৮টায় বাহারছড়া গ্রামের ৬ নং ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান।
নিহতরা হলেন—একই গ্রামের মনজুর আলমের কন্যা মরিয়ম (১০), ইউছুফ নবীর কন্যা আসমাউল হোসনা রিয়া মনি (৮) এবং জাফর আলমের কন্যা তসলিমা আক্তার (৯)।
স্থানীয়রা জানান, নিহত ওই তিন শিশু সোমবার বিকালের দিকে মাঠে শাক তোলার জন্য দল বেধে হাঙ্গর খালের পশ্চিম মাথা সংলগ্ন পুকুরে নামে। এসময় পুকুরে পানির গভীরতা বেশি হওয়ায় তারা আর ওঠতে পারেনি। পানিতে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এদিকে, ৩ শিশু দীর্ঘ সময় ধরে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন পুকুরে জাল দেয়, এসময় জালে তিন শিশুর মরদেহ ওঠে আসে।
স্থানীয় চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান, দুর্ভাগ্যবশত পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ

সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল
মুহাম্মদ হাফিজ :: ফিলিস্তানে ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদবিস্তারিত…

সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ইয়ারববিস্তারিত…