শাওমি সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আনছে

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন নিয়ে শিগগিরই বাজারে হাজির হচ্ছে। যার মডেল শাওমি সিভি ৫ প্রো। এই ফোনটি গত কয়েক মাস ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ফোনটি ইতিমধ্যে চীনের থ্রিসি সার্টিফিকেশন পেয়ে গিয়েছে। থ্রিসি লিস্টিং অনুসারে, ফোনটির মডেল নম্বর 25067PYE3C এবং এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও লিস্টিংয়ে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে যে, শাওমির সিভি ৫ প্রোতে SM8735 মডেল কোডযুক্ত প্রসেসর থাকবে, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এস ৪ হতে পারে। এছাড়া, ফোনটিতে অ্যাড্রিনো ৮২৫ জিপিইউ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

পাওয়ারফুল ব্যাটারি ও উন্নত ডিজাইন-
সম্প্রতি ফাঁস হওয়া একটি রিপোর্ট অনুযায়ী, শাওমি সিভি ৫ প্রো-এর পুরুত্ব মাত্র ৭ এমএম হবে, যা এটিকে আরও স্লিম এবং প্রিমিয়াম লুক দেবে। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা আগের সিভিক ৪ প্রোর ৪৭০০ এমএএইচ ব্যাটারির চেয়ে অনেক বড় আপগ্রেড। এর ফলে ফোনের ব্যাটারি লাইফ আরও দীর্ঘস্থায়ী হবে। এছাড়া, শাওমি সিভি ৫ প্রোতে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে, যা থ্রি এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

শাওমি সিভি ৫ প্রো গ্লোবাল মার্কেটে ‘শাওমি ১৫ সিভি’ নামে লঞ্চ হতে পারে। আইএমইআই ডেটাবেস অনুসারে, ফোনটির চীনা ভ্যারিয়েন্টের আইএমইআই নম্বর 25067PYE3C.

শাওমি সিভি ৫ প্রোর স্পেসিফিকেশন নিয়ে এখনো অফিসিয়াল ঘোষণা না এলেও, পূর্ববর্তী মডেল শাওমি ১৪ সিভিক থেকে কিছু ধারণা পাওয়া যাচ্ছে।

শাওমি ১৪ সিভি মডেলে ৬.৫৫ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলিড ডিসপ্লে রয়েছে, যা ৩০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দেওয়া হয়েছে।

অন্যদিকে শাওমি সিভি ৫ প্রো নতুন প্রজন্মের একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে, যেখানে থাকছে স্ন্যাপড্রাগন ৮এস জেনারেশন ৪ প্রসেসর, শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা সেটআপ ও ফাস্ট চার্জিং প্রযুক্তি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এই ফোনের ক্যামেরা দিয়ে ঝকঝকে সেলফি তোলা যাবে
  • ইউটিউবে নতুন ফিচার, পছন্দের ভিডিও খুঁজে পাওয়া সহজ হলো
  • হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বড় পরিবর্তন আসছে
  • ঈদ উপলক্ষে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রতারণা বেড়েছে
  • উইন্ডোজের এই ফিচার বন্ধ হচ্ছে অচিরেই
  • রিমোট র‍্যানসমওয়্যার হামলা বেড়েছে: সফোস
  • ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ
  • Copy link
    URL has been copied successfully!