ধর্ম অবমাননার অভিযোগে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার শাস্তি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। শেষ চার নিশ্চিতের লক্ষ্যে প্রথম লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে ইন্টার মিলান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শাস্তি পেলেন ইন্টারের অধিনায়ক লাউতারো মার্তিনেজ। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই তারকাকে জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

আর্জেন্টিনার এ ফুটবলার যে কারণে শাস্তির পেয়েছেন তাও বেশ বিস্ময়করই বটে। মার্তিনেজের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে খেলেছে ইন্টার মিলান। এই ম্যাচের পর ফেডারেল প্রসিকিউটরের অফিস আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে এই অভিযোগ আনে।

ধর্ম অবমাননার অভিযোগেই জরিমানার কবলে পড়েছেন মার্তিনেজ। এক বিবৃতিতে মার্তিনেজকে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এফআইজিসি। মার্তিনেজ ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে। তবে মার্তিনেজ কি শব্দ উচ্চারণ করেছিলেন তা জানানো হয়নি।

বিবৃতিতে ইতালিয়ান ফেডারেশন জানিয়েছে, ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করে স্পোর্টিং জাস্টিস কোডের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘন করেছেন মার্তিনেজ, এ কারণে এক ম্যাচের জন্য শাস্তিও হতে পারতো। তবে আর্জেন্টাইন তারকাকে শুধু জরিমানা করা হয়েছে। মার্তিনেজের জরিমানার পরিমাণ ৫ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা।

এর আগে ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করেছিলেন মার্তিনেজ। তিনি গত ফেব্রুয়ারিতে বলেন, ‘আমি কখনোই সেই শব্দগুলো উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আইসিসির মার্চের সেরা আইয়ার
  • ২৬ ম্যাচ পর হারের স্বাদ পেল লিভারপুল
  • বিশ্বকাপে তিন দেশের ওপর ফিফার নিষেধাজ্ঞা
  • ম্যান সিটি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন ডি ব্রুইনা
  • জয়ের পর বড় অঙ্কের জরিমানা রাজস্থানের ‘ভারপ্রাপ্ত’ অধিনায়কের
  • অভিষেক ম্যাচেই দ্রুততম ফিফটির রেকর্ড নিউজিল্যান্ড ক্রিকেটারের
  • কারাদণ্ডাদেশ বাতিল, খালাস পেয়েছেন ব্রাজিল তারকা
  • Copy link
    URL has been copied successfully!