ফোনের ক্যামেরা পরিষ্কার করার সঠিক নিয়ম

এখনকার স্মার্টফোনের অন্যতম অনুসঙ্গ ক্যামেরা। যা দিয়ে প্রতিদিন অসংখ্য ছবি ও ভিডিও ধারণ করা হয়। তাই ছোট্ট এই লেন্সের প্রতি যত্নবান হওয়া জরুরি। কিন্তু ফোনের ক্যামেরা সাফ সহজ কাজ নয়, একটা ভুলে সব শেষ! কাজে লাগান এই টিপস।

মোবাইল থেকে ভাল ছবি তুলতে হলে ক্যামেরা পরিষ্কার রাখতে হবে। অনেকেই ফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভয় পান। খারাপ হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে এই কাজটি করে ফেলতে পারবেন।

বর্তমানে বাজারে ভালো কোয়ালিটির ক্যামেরাসহ প্রচুর মোবাইল ফোন পাওয়া যায়। কিন্তু সেগুলো দেখভাল করাও আপনার দায়িত্ব। আপনি তখনই ভালো ছবি তুলতে পারবেন, যখন আপনার ফোনের ক্যামেরা একেবারে পরিস্কার থাকবে। মোবাইল থেকে ভালো ছবি তুলতে হলে ক্যামেরা পরিষ্কার রাখতে হবে। অনেকেই ফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভয় পান। খারাপ হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে এই কাজটি করে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে কয়েকটি উপায় মেনে চলতে হবে।

স্মার্টফোনটি ভালোভাবে ব্যবহার করুন। বাড়িতে-অফিসে ফোনটি পরিষ্কার জায়গায় রাখুন, যাতে ধুলা না লাগে। এতে ফোনের ক্যামেরা পরিষ্কার থাকে। ফোনটিকে এভাবে কোথাও রাখলে ক্যামেরার বাইরের ধুলা-ময়লার স্তর জমে যায়।

আপনি লেন্স ক্লিনারও ব্যবহার করতে পারেন। ক্যামেরার পাশাপাশি এলইডি লাইট, সেন্সর ইত্যাদি পরিষ্কার করুন। এতে ছবি একেবারে ঝকঝকে আসবে। আপনি অনলাইনেও এই লেন্স ক্লিনার কিনতে পারবেন।

স্প্রে স্ক্রিন ব্যবহার করতে পারেন। স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভুলেও পানি ব্যবহার করবেন না। ফোনের ভেতরে পানি গেলে মাদার বোর্ডের ক্ষতি হতে পারে। এছাড়া ভেজা কাপড় দিয়েও ক্যামেরা পরিষ্কার করা উচিত নয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এপ্রিল মাসে বাজারে আসছে এসব মডেলের স্মার্টফোন
  • শাওমি সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আনছে
  • এই ফোনের ক্যামেরা দিয়ে ঝকঝকে সেলফি তোলা যাবে
  • ইউটিউবে নতুন ফিচার, পছন্দের ভিডিও খুঁজে পাওয়া সহজ হলো
  • হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বড় পরিবর্তন আসছে
  • ঈদ উপলক্ষে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রতারণা বেড়েছে
  • উইন্ডোজের এই ফিচার বন্ধ হচ্ছে অচিরেই
  • Copy link
    URL has been copied successfully!