৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

রোববার (২৭ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য জহিরুল হক ভূঁইয়া এ ঘোষণা দেন। এর আগে তিনি পিএসসির সংস্কার চেয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করেন।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতসহ পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রোববার রাতেও শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর মধ্যেই পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।

আন্দোলনকারীদের ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা; আগে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করে তারপর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া; কমিশনে বসিয়ে খাতা দেখানোর ব্যবস্থা করা; অতি দ্রুত কমিশনের বিজ্ঞ সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা; ভাইভা শেষ হওয়ার পর এবং রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান।

এছাড়া ৪৫তম থেকে ৪৭তম বিসিএসের ক্ষেত্রে ভাইভার পূর্বে পুনরায় ক্যাডার চয়েজ পূরণের সুযোগ প্রদান; প্রিলিমিনারির কাট অব মার্ক এবং প্রিলি, লিখিত ও ভাইভার মার্কস প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করা; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ, ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ এবং ৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন ক্যাডার বিধি’২৩ সংস্কার।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ৪৪-৪৭তম বিসিএসের ফলাফল ও পরীক্ষার তারিখ প্রকাশ
  • ঢাবি ক্যাম্পাসজুড়ে উড়ছে ফিলিস্তিনের পতাকা
  • এসএসসির ফল প্রকাশ কতদিনে, জানালেন শিক্ষা উপদেষ্টা
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ জানালো পিএসসি
  • ঢাবি থেকে ছাত্রলীগের সাদ্দাম ও ইনান বহিষ্কার
  • জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
  • শিক্ষকদের এমপিওভুক্তির দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার
  • Copy link
    URL has been copied successfully!