প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান তার প্রথম স্ত্রী রীনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দু’জনের জীবনের পথ একেবারেই আলাদা। তবে এখনও বন্ধুত্ব রয়েছে। মেয়ের বিয়েতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন আমির-রীনা।
এদিকে নতুন প্রেমে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। নতুন প্রেমিকাকে নিয়ে পরিবারের কারও কোনও আপত্তি নেই সেকথা আগেই জানিয়েছেন অভিনেতা। এবার প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে একসঙ্গে যেতে দেখা গেছে আমির ও গৌরীকে সঙ্গে ছিলেন ছেলে জুনেইদও।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছে সেই মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ছবিতে দেখা যায়, প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে একসঙ্গে যাচ্ছেন আমির-গৌরীকে সঙ্গে ছিল ছেলে জুনেইদ।
কী কারণে হঠাৎ প্রেমিকা ও ছেলেকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে গেছেন আমির, তা এখনও স্পষ্ট নয়। রাখঢাক সরিয়ে গত মাসেই নতুন প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন আমির।
সম্পর্কিত সংবাদ

করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা
করোনা ভাইরাস নামটার সঙ্গেই যেন আতঙ্ক জড়িয়ে রয়েছে। পাঁচ বছর আগের করোনা মহামারির ভয়াবহ ক্ষতবিস্তারিত…

ঘূর্ণিঝড়ের কবলে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ঝিনাইদহে।বিস্তারিত…