অবশেষে প্রকাশ পেল আইয়ুব বাচ্চুর ২১ বছর আগের সুর করা গান

অবশেষে প্রকাশ পেল বাংলা ব্যান্ডের কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর সুর করা ২১ বছর আগের একটি গান। এটি কণ্ঠশিল্পী এস আই সুমনের কণ্ঠে শোনা যাচ্ছে। সম্প্রতি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ‘স্বপ্নে দেখা অচিনপুরে’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়। গানটির সংগীতায়োজন করেছেন ওপার বাংলার রাজর্ষি মিত্তার।
এটি এবি ভক্তদেও জন্য অন্য রকম একটি চমক বলে জানান সুমন। তিনি বলেন, এই গানটি ২০০৩ সালে বাচ্চু ভাই সুর করেন। সে সময় এটির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার ভাই। তখন আমি পুরো একটি অ্যালবাম করার পরিকল্পনা করি। এরমধ্যে আবার আমি এনটিভিতে যোগ দিই। পরে অফিসিয়াল ব্যস্ততার কারণে আর গানগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ২০০৪ এ এনটিভিতে প্রচার হয়েছিল গানটি। এখন আবার নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করেছি।

এস আই সুমন একাধারে একজন গীটারিস্ট, গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার। ১৭ বছর ধরে এনটিভিতে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এটিএন হেড অব ইভেন্টের দায়িত্বে আছেন। উত্তরাধীকারী সূত্রেই সুমনের সংগীতের সঙ্গে বাস। তিনি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ-এর নাতি। তার দাদির আপন চাচাতো বোন ওস্তাদ রবিশঙ্করের স্ত্রী আন্না পূর্না।

এস আই সুমনের ৪টি অ্যালবাম রয়েছে এবং ৫টি সিঙ্গেল রয়েছে। এখন থেকে সুমন ক্লাব শোগুলোর পাশাপাশি নিয়মিত মঞ্চে পারফর্ম করবেন বলে জানান। সামনে তার বেশ কিছু অনুষ্ঠান রয়েছে বলে জানান। এই গানটি ২০০৪ এ এনটিভিতে প্রচার হয়েছিল, কিন্তু সুমন গানটি অ্যালবাম বা একক আকারে প্রকাশ করেনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ফের সালমানকে প্রাণনাশের হুমকি
  • সুস্মিতা কেন অবিবাহিত জানা গেল কারণ
  • আবার আবাবিল পাখি প্রয়োজন: ওমর সানী
  • অবশেষে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার
  • ৩ দিন শেষে বক্স অফিসে কত আয় করল সালমানের ‘সিকান্দার’
  • মারা গেছেন ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার
  • ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা
  • হুইল চেয়ারে মোশাররফ করিম, কী হয়েছে অভিনেতার?
  • Copy link
    URL has been copied successfully!