পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল খাদিজার

নড়াইলে পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে খাদিজা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার পিরোলী গ্রামে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কিশোর রায় ও কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়া উপজেলার পিরোলী গ্রামের রোমিও শিকদারের স্ত্রী খাদিজা তাদের প্রতিবেশী জুবেল শিকদারের সঙ্গে পরকীয়ায় জড়ায়। এ নিয়ে স্বামীর সঙ্গে কলহের একপর্যায়ে রোববার (২২ ডিসেম্বর) দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল শিকদারের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে অবস্থানকালে সোমবার (২৩ ডিসেম্বর) জুবেলের বড় ভাই জাহিদুল শিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।
এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর) খাদিজা মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে এলাকায় ঘটনাটি জানাজানি হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা হবে।
সম্পর্কিত সংবাদ

সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল
মুহাম্মদ হাফিজ :: ফিলিস্তানে ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদবিস্তারিত…

সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ইয়ারববিস্তারিত…