নির্বাচক থেকে কোচ হলেন হান্নান সরকার

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারী নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। বিসিবির সহকারী নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে জানিয়েছেল কোচিং পেশায় যাবেন তিনি। অবশেষে নতুন পেশায় যুক্ত হলেন হান্নান। ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন।

৪২ বছর বয়সী হান্নান আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন। খালেদ মাহমুদ সুজনের জায়গায় ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।

বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে এর আগে হান্নান বলেছিলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

অবশ্য হুট করেই নয়, বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন হান্নান, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আইসিসির মার্চের সেরা আইয়ার
  • ধর্ম অবমাননার অভিযোগে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার শাস্তি
  • ২৬ ম্যাচ পর হারের স্বাদ পেল লিভারপুল
  • বিশ্বকাপে তিন দেশের ওপর ফিফার নিষেধাজ্ঞা
  • ম্যান সিটি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন ডি ব্রুইনা
  • জয়ের পর বড় অঙ্কের জরিমানা রাজস্থানের ‘ভারপ্রাপ্ত’ অধিনায়কের
  • অভিষেক ম্যাচেই দ্রুততম ফিফটির রেকর্ড নিউজিল্যান্ড ক্রিকেটারের
  • কারাদণ্ডাদেশ বাতিল, খালাস পেয়েছেন ব্রাজিল তারকা
  • Copy link
    URL has been copied successfully!