Saturday, September 28th, 2024
মোনাজাতের সময় হাত কত উপরে উঠানো উত্তম?

ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। সাহাবি নোমান বিন বাশির (রা.) এর সূত্রে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, ‘দোয়াই ইবাদত।’ (আবু দাউদ: ১৪৮১) নবীজি আরও ইরশাদ করেছেন, ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই’ (ইবনে মাজাহ: ৩৮২৯) তাই বান্দার দায়িত্ব হলো— যেকোনো প্রয়োজনে দয়াবান আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০) দোয়ার বেশকিছু আদব রয়েছে। যেমন- দোয়ার আগে অজু করা (বুখারি: ৪৩২৩), কেবলামুখী হয়ে দোয়া করা (বুখারি: ১০০৫), হাত তুলে দোয়া করা (বুখারি: ২৮৮৪), দোয়ারবিস্তারিত…