Tuesday, November 5th, 2024

 

মার্কিন পরমাণু বোমা, পলকে উবে যাবেন ৬ লাখ মানুষ!

আবারো পরমাণু বোমা তৈরি এবং তার পরীক্ষার ঘোষণা দিয়েছে আমেরিকা। কেন নতুন করে এই মারণাস্ত্র তৈরিতে নজর দিল ওয়াশিংটন? কারণ, দু’বছর পেরিয়ে গেলেও থামছে না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অন্য দিকে হামাস-হিজবুল্লাহ-হুথি ও ইরানের সঙ্গে একাধিক ফ্রন্টে লড়ছে ইসরায়েল। যার জেরে রক্তাক্ত পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে হঠাৎ করেই ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন’ পরমাণু বোমা পরীক্ষার কথা ঘোষণা করেছে আমেরিকা। যা গত শতাব্দীর ‘শীতল যুদ্ধের’ (কোল্ড ওয়ার) সময়কার স্মৃতি ফেরাল বলে দাবি করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা। নতুন এই বোমার শক্তি হবে হিরোশিমায় ফেলা বোমার ২৪ গুন বেশি। চোখের পলকেই নাই হয়ে যাবে ৬ লাখ মানুষ!বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!