Thursday, January 9th, 2025
পোকো আনছে নতুন ২ ফোন, জানুন দাম ও ফিচার

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান পোকো নতুন দুই ফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে। এগুলোর মডেল পোকো এক্স৭ এবং পোকো এক্স৭ প্রো। এক্স সিরিজের এই ফোন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে বাজারে আসার ঘোষণা এলো। মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন পোকো এক্স এক্স৭ সিরিজ একটি পারফরম্যান্স-সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। আগেই এই ফোনের ফিচার এবং দাম সম্পর্কে নিশ্চিত করে জানিয়েছিল। তাহলে দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম। সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে ধারাবাহিক ভাবে পোস্ট করে পোকো এক্স৭ এবং পোকো এক্স৭ প্রোর বিষয়ে জানিয়েছিল সংস্থা। উভয় ডিভাইসেই থাকবে কালো এবং হলুদ ডুয়াল টোনবিস্তারিত…