Sunday, January 26th, 2025

 

আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

বছর দেড়েক আগে পুরস্কারে লাথি মারা মেরে সমালোচিত হয়েছিলেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। আবারও তার ওপর আজীবন নিষেধাজ্ঞা নেমে এসেছে। তার অপরাধ সতীর্থ এক বডিবিল্ডারকে মারধর ও মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি। সে কারণে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন জাহিদ। সম্প্রতি বাংলাদেশ জিম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাহিদ হাসানের আক্রমণের শিকার কুয়েতুল ইসলাম বলেন, গত বছর সেপ্টেম্বরে আমার একটি ব্যক্তিগত বিষয় ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা হাতিয়ে নেয় জাহিদ। ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল করে দেয়ায় আমিবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!